মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর।
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়।মৃতের নাম রাজদীপ বাগদী বয়স ৭।বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের গোপীনাথবাটী গ্রামে।
রাজদীপের বাবা ও মা চাষের কাজে মাঠে গিয়েছিলেন।বাড়িতে আর কেউ ছিলো না।সেই সময়ই দড়ি নিয়ে খেলতে গিয়ে রাজদীপের গলায় ফাঁস লেগে যায়।বাড়িতেই মৃত্যু হয় তার।পরে গুসকরা ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।
