গ্রাম থেকে শহর বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। কলকাতার যে সমস্ত জায়গায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তার মধ্যেই রয়েছে উল্টোডাঙ্গার,মুচিবাজার চত্ত্বরের ১৩ নবর ওয়ার্ড । আজ, সেখানে মশাবাহিত রোগের যে প্রকোপ তা খতিয়ে দেখার জন্য উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড়ের কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত।
এলাকার যে সমস্ত জায়গা থেকে এই উপদ্রব বাড়ছে সেই সব যায়গায় ড্রোন উড়িয়ে খতিয়ে দেখা হলো ঠিক কোন কোন এলাকাই নোংরা আবর্জনা এবং জল জমে রয়েছে এবং বাড়ির ছাদগুলিতে কোথাও জলের ট্যাঙ্ক খোলা রয়েছে কিনা বা কোন রকম জল জমে রয়েছে কিনা।
প্রত্যেকটি জায়গার তদন্ত করার পর সেই সমস্ত এলাকায় নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে এমন কথাও জানিয়েছেন তিনি ।এর সাথে যে সমস্ত জায়গা থেকে এই উপদ্রব বাড়ছে সেই সমস্ত জায়গায় ৪৯৬ এর নোটিস দেওয়া হয়েছে ইতিমধ্যেই।এছাড়াও এলাকার সাধারণ মানুষকে সচেতন করার জন্য ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পের আয়োজনও করা হয়েছে ।