মহালয়ার একদিন আগেই শনিবার হাওড়ার কয়েকটি বড়ো পুজোমন্ডপ পরিদর্শন করলেন হাওড়ার পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করা হয়। শনিবার সকাল থেকে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেলগুলি পরিদর্শন করা হয়। কমিশনার নিজেও কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। জানা গেছে, হাওড়া, শিবপুর, চ্যাটার্জিহাট, ব্যাঁটরা, গোলাবাড়ি, বালি প্রভৃতি থানা এলাকার বড়ো পুজো মন্ডপগুলি এদিন কমিশনার পরিদর্শন করেন। মূলতঃ সেফটি প্রোটোকল মানার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মানুষের প্রবেশ এবং বাহিরের রাস্তা কোথায় রাখা হচ্ছে প্রভৃতি খতিয়ে দেখা হয়েছে। যানবাহন কিভাবে যাতায়াত করবে সে বিষয়ও খতিয়ে দেখা হয়।