মহাষষ্ঠী, প্রথা মেনে বেলুড় মঠে শুরু হয়ে গেল দেবী পুজো।

মহাষষ্ঠী, প্রথা মেনে বেলুড় মঠে শুরু হয়ে গেল দেবী পুজো।

মহাষষ্ঠীতে রীতিনীতি মেনে বেলুড়মঠে শুরু হয়ে গেল দুর্গাপূজার প্রস্তুতি।এদিন মঠের নিজস্ব কুম্ভকার শালা থেকে মৃন্ময়ী মূর্তি নিয়ে আসা হয় মূল মন্দিরের ভিতরে। কোভিড কালে গত বছরেও যেখানে পুজো হয়েছিল এবারও ঠিক সেখানেই দেবীর মূর্তি বসানো হয়। তারপরেই দীর্ঘক্ষণ ধরে চলে দেবীর সাজ-সজ্জা এবং অস্ত্র দান। সব শেষে মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা প্রাচীন রীতি মেনে বেলুড় মঠ পার্শ্বদথ জগন্নাথ মন্দির থেকে নারায়ণ শিলা বহন করে নিয়ে আসেন। নিয়ম মেনে মন্দিরের মধ্যে তার প্রতিষ্ঠা এবং ভোগাদি সম্পন্ন হয়।প্রতুষে ষষ্ঠ্যাদী এবং কল্পারম্ভ। সন্ধ্যায় দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। এককথায় ষষ্ঠী থেকেই বেলুড় মঠে দুর্গাপূজা উপলক্ষ‍্যে সাজো সাজো রব শুরু হয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 9 =