সুপ্রাচীন এই পূজার আজ দেবীর আবাহন এবং অধিবাস অনুষ্ঠান হল। মন্ত্রোচারণ এবং আরতির মধ্য দিয়ে মাকে আবাহন করা হলো আজ। আগামীকাল ভোরবেলা থেকে তিন প্রহরে সপ্তমী অষ্টমী এবং নবমী পূজা সারা হবে । দু’বছর করোনা কাল পেরিয়ে এবার সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য সারদা পিঠের দরজা উন্মুক্ত করে দেয়া হয়েছে । তাই আজকের এই অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষ এবং ভক্তের সমাগম হয় সারদা পিঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + seventeen =