এই মুহর্তে হাওড়া শাখায় মামলা হয়েছে ১২৭টি, গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৪ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে শিয়ালদহ শাখায় মামলার সংখ্যা ১৯৪, গ্রেফতারির সংখ্যাও ১৯৪। মালদহ সেকশনে মহিলা কামরায় অনধিকার প্রবেশের জন্য ২৬টি মামলা হয়েছে বলে রেল সূত্রে খবর। এবং গ্রেফতার করা হয়েছে ৩৩ জনকে, জরিমানা বাবদ আদায় করা হয়েছে ৮০০ টাকা। আসানসোল শাখায় মামলার সঙ্গে আবার সেঞ্চুরি পার করে ফেলেছে, মামলার সংখ্যা ১৩১ এবং গ্রেফতার করা হয়েছে ১৫৯ জনকে। জরিমানা বাবদ আদায় ২৮,৮০০ টাকা। পূর্ব রেলের পরিসংখ্যান বলছে, এই সময়কালে মোট মামলার সংখ্যা ৪৭৮। গ্রেফতার করা হয়েছে ৫১৩ জনকে।

রাজ্য তথা দেশজুড়ে চলা নারী নির্যাতন নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে সরকারের। চিন্তিত ভারতীয় রেল। মহিলা কামরায় পুরুষ যাত্রীদের ওঠা ঠেকাতে নজরদারিতে জোর দেওয়া হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই বড়সড় অভিযানও চালিয়েছে রেল সুরক্ষা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − ten =