মহিষবাথান চা চক্রে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
আজ সকালে বিধাননগর পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের মহিষবাথান চা চক্রে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।শুভেন্দু অধিকারী নিয়ে তিনি বলেন, অধিকারী বাবু এখনো টিএমসির মেম্বার আছেন। উনি পার্টি ছাড়ছেন বোঝা যাচ্ছে , কিন্তু বিজেপি তে জয়েন করবে কী করবেন না সেটা এখনো নিশ্চিত নয়। আমার সঙ্গে কথা হয়নি। আমরা দরজা খুলে রেখেছি। তার মতো লড়াকু নেতাকে লাগবে বাংলার পরিবর্তন করার জন্য উন্নয়নের জন্য।
বিজেপিকে চম্বলের ডাকাত বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কে ডাকাত তা পশ্চিমবঙ্গের লোক বুঝে গেছেন। উনি ডাকাতি লুট করে পশ্চিমবঙ্গকে ভিখারি করে দিয়েছেন। তাই সাধারণ মানুষ তার জবাব দেবে।
পার্থ চ্যাটার্জি বলেছেন ভোটের আগে বিজেপি চমক দিচ্ছে। এর উত্তরে দিলীপ ঘোষ বলেন নির্বাচনের আগেও হবে, নির্বাচনের পরেও দেখতে থাকুন। ওনাদের দিন শেষ এখন ।