মহিষাদলের গড়কমলপুরে একই পরিবারের পাঁচ জন সহ করোনায় আক্রান্ত ১১, আতংকে প্রতিবেশী

মহিষাদলের গড়কমলপুরে একই পরিবারের পাঁচ জন সহ করোনায় আক্রান্ত ১১, আতংকে প্রতিবেশী

করোনার তৃতীয় ঢেউয়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ।এবার একই পরিবারের পাঁচ জন সহ এলাকার ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে মহিষাদলের গড়কমলপুর এলাকার মাইতি ও বেরা পাড়ায়। গত ২৭ শে ডিসেম্বর মহিষাদল গড়কমলপুর এলাকার আশাকর্মী আক্রান্ত হয়। তার পর ২রা জানুয়ারী বাড়ির শ্বশুর ও শাশুড়ী আক্রান্ত হয়। পাঁশকুড়ার বড়মায় ভর্তি করা হয়। তার পর আশাকর্মীর স্বামী ও ছেলেও আক্রান্ত হয়। পাশের বেরা পাড়াও ৬ জন আক্রান্ত হয়। তবে স্থানীয় পুলিশ প্রশাসন আক্রান্তদের পাশে থেকে তাদের ওষুধ থেকে খাওয়ার দাওয়ার দেওয়া হলেও এলাকা চিন্নিত করে ঘিরে না দেওয়ায় আতংকে রয়েছে প্রতিবেশীরা। বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, এখন এলাকা বাঁশ দিয়ে ঘিরে রাখার নিয়ম নেই। সেই কারনে আমরা আশাকর্মীদের পাঠিয়ে খবরা খবর নেওয়া হচ্ছে।আশাকর্মীদের মাধ্যমে আক্রান্তদের বাড়ি থেকে বেরাতে বারন করা হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গত ৫ দিন আগে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছিলো পুলিশের মাধ্যমে। তার পর সেইভাবে কোনো যোগাযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 9 =