মহিষাদলের বামুনিয়ায় যাত্রীবাহী বাস উলটে যখম প্রায় ১০,
যাত্রীবাহী বাস উলটে যখম প্রায় ১০, মহিষাদলের বামুনিয়ার ঘটনা, গেঁওখালী তেরপেখ্যা রাজ্য সড়কের বামুনিয়ার কাছে একটি যাত্রীবাহী টোটো বাসের সামনে চলে আসে তারপর বাসটি নিয়ন্ত্রন করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টো যায় ফলে বাসে থাকা যাত্রীরা গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হয়।ইতি মধ্যেই আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।