হুকিংয়ের তার জড়িয়ে দশ বছরের শিশুর মৃত্যু হল মহিষাদলে।মহিষাদল এ হুকিং এর বলি হল দশ বছরের শুভম রানা । বন্ধুদের সঙ্গে খেলার সময় বল কুড়াতে গিয়েই বিপত্তি ।হুকিং এর তারে পড়ুয়ার হাত পড়ে যায় ।মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী ও পরিজনরা ।শুক্রবার বিকেলে মর্মান্তিক এমন একটি ঘটনা ঘটলো মহিষাদলে ।জানাযায় , একটি ফিসারির বিদ্যুৎ নিয়ে যাবার জন্য হুকিং করে এই তারটি নিয়ে যাওয়া হয়েছিল ।শুক্রবার বিকেলে সেই হুকিংয়ের তারে জড়িয়ে যায় শুভম ।বল খুঁজতে গিয়ে তারে জুড়িয়ে যায় 10 বছরের শিশু শুভম ।মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় এর চতুর্থ শ্রেণীর ছাত্র শুভম ।আজকে তার পরীক্ষা ও ছিল । একটু সময়ের ফাঁকে বন্ধুদের সঙ্গে বল খেলছিল ।হুকিংয়ের তার যে নিয়ে যাওয়া হয়েছিল কারুর নজর ছিল না। মূলত হুকিং এর তারটি কাগজ দিয়ে মাটি দিয়ে ঢাকা ছিল । শুভম বল খুঁজতে গিয়ে সেই তারে জড়িয়ে যায়। বাড়ির পরিবার এবং আত্মীয়-স্বজনদের অলক্ষেই ঘটনাটি ঘটে যায় ।পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে , রাস্তার ধারে এক কোণে শুভমের দেহ পড়ে রয়েছে ।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।দোষীদের শাস্তির দাবিতে খুবই ফেটে পড়েছে আত্মীয় পরিজনরা । শুভম এর বাবা গৌরাঙ্গ রানা শুক্রবার সন্ধ্যায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।