মাকে গালি দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা,চাকুর আঘাতে মৃত্যু হলো এক ভাইয়ের

মাকে গালি দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বচসা,চাকুর আঘাতে মৃত্যু হলো এক ভাইয়ের

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম কবিরুল ইসলাম(৩২)। তার বাড়ি ভাসাইপাইকর গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মাদকাসক্ত হয়ে মাকে গালি দিচ্ছিলো এক ভাই। সেসময় অন্য ভাই প্রতিবাদ করেন তখনই কার্যত দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। শুরু হয় মারপিট,হাতাহাতি। এক পর্যায়ে চাকু পর্যন্ত চালায় এরপরই ঘটনাস্থলেই গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি কবিরুল ইসলাম নামে এক ভাইকে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ভাইয়ের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =