মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গাসাগরে ভিড় জমাল বহু পুণ্যার্থী

আজ মাঘী পূর্ণিমা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পুণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। এবছর সাগর মেলার সময় করোনার বাড়বাড়ন্তের কারণঁ পুণ্যার্থীরা সংখ্যা অনেকটাই কম হয়েছিল। অনেকের ইচ্ছা থাকলেও করোনার আতঙ্কে সাগর যাত্রায় ইতি টানতে হয়েছিল। কিন্তু করনা আতঙ্ক কে ভুলে যখন স্বাভাবিক ছন্দে ফিরছে চলেছে জনজীবন। তখন মাঘী পূর্ণিমার পূণ্য তিথিতে সাগর স্নানের সুযোগ হাতছাড়া করতে চায়নি রাজ্য এবং ভিন রাজ্যের মানুষরা। তাই অন্যান্য বছরের তুলনায় মাঘী পূর্ণিমায় এবছর ভিড়টা অনেকটাই বেশি। তবে পূণ্যার্থীদের ভিড় বাড়লেও যথাযথ করোনা বিধি মেনেই এই মেলা চালানোর যথেষ্ট চেষ্টা চালাচ্ছে প্রশাসন। লড নম্বর এইট থেকে শুরু করে, কপিল মুনির আশ্রম ও গঙ্গাসাগর স্নানের ঘাটে জুড়ে প্রচুর পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনির আশ্রম এর পুজো দিয়ে তারা ফিরে যাচ্ছেন নিজও নিজও আশ্রয়ে। এককথায় মাঘী পূর্ণিমা কে বলা যায় মিনি গঙ্গাসাগর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =