মাঝিপাড়া পলাশী অঞ্চলে ভ্যাক্সিনেশন ক্যাম্প ।
দেশ তথা রাজ্যে করোনাকে রুখতে একমাত্র হাতিয়ার হিসেবে ভ্যাক্সিনেশনকেই বেছে নেওয়া হয়েছে । সেইমতই বিভিন্ন জায়গায় চলছে ভ্যাক্সিনেশনের কাজ । বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল ও আদিবাসী সম্প্রদায়ের পিছিয়ে পড়া অঞ্চলের মানুষের জন্য ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করা হয় । পলাশীর এডিপি বিদ্যালয় ও মাদ্রাসায় ভ্যাক্সিনেশনের ক্যাম্পের আয়োজন করা হয় । এই দুটি ক্যাম্পে মোট ২০০ জন ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয় । ভ্যাক্সিনেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথেই হাতে পেয়ে যাই তারা ভ্যাক্সিনেশন সার্টিফিকেট । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক ,CP মনজ ভার্মা ,বিজপুর থানার ভার প্রাপ্ত IC ত্রিঘুনা রায় , DM সুমিত গুপ্তা ।