মাঝে মাত্র দু দিনের ব্যবধান।ফের ভারতের কাছে হার দক্ষিণ আফ্রিকার।শনিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজ়ে লড়াই করেও টিম ইন্ডিয়ার কাছে ৭ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা।আর এবার চেন্নাইয়ে ভারতের মহিলা দলের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকার মহিলা দল। ১০ উইকেটে ম্যাচ হারল সাউথ আফ্রিকা।মহিলাদের টেস্ট ম্যাচ খুবই কম খেলা হয়। যে কারণে ভারতের এই সাফল্যে আরো খুশি ক্রিকেটপ্রেমীরা।চিপকে ভারতীয় ক্রিকেট নতুন এক উচ্চতা স্পর্শ করল। প্রথমে ব্যাট করে ৬০৩ রানের বিরাট স্কোর তুলেছিল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে দুরন্ত ডাবল সেঞ্চুরি করেন শেফালি বর্মা।৩৭৩ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।অপরদিকে ,শুভা সতীশ ১৩ ও শেফালি বর্মা ২৪ রানে অপরাজিত ছিলেন।মাত্র ৯.২ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। ১০ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচ জিতে নিয়েছেন হরমনপ্রীত কৌররা।