মাঝ রাতে অবৈধ ভাবে দখল করা দোকান উচ্ছেদ ও নির্মাণ ভাঙলো কল্যাণী পৌরসভা, ভাঙ্গা পড়লো কংগ্রেসের পার্টি অফিস।
নদীয়ার কল্যাণী পৌরসভার ২ নম্বর বাজারে মাঝ রাতে উচ্ছেদ অভিযান চালায় কল্যাণী পৌরসভা। ১০ দিন আগে নোটিশ করা সত্ত্বেও অবৈধভাবে নিকাশি নালা বন্ধ করে দোকানের সামনে নির্মাণ ও ফুটপাত দখল করে থাকা দোকান উচ্ছেদ করল কল্যাণী পৌরসভা।
ভাঙ্গা পড়লো জাতীয় কংগ্রেসের একটি কার্যালয়। কল্যাণী পৌরসভার অভিযোগ, ১০ দিন আগে মাইকিং করে জানিয়ে দেয়া হয়েছিল অবৈধ নির্মাণ ভাঙ্গার জন্য। পাশাপাশি ফুটপাত দখল করে থাকা দোকানদারদের একইভাবে নোটিশ করা হয়েছিল। নোটিশ করা হয়েছিল কংগ্রেসের কার্যালয়ের সরিয়ে নেওয়ার জন্য। পুরসভার দাবী, দিনের বেলা অনেক লোকজন ক্রেতারা বাজারে থাকে তাই রাতেই অভিযান চালানো হলো।
আমাদের টার্গেট আমরা কল্যানী শহরকে ক্লিন সিটি করব।
