মাত্র আর কিছুদিন তারপর এই আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস।

মাত্র আর কিছুদিন তারপর এই আসছে ১৫ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস।

সেই লক্ষ্যেই এদিন সেন্ট্রাল ডিভিশন পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। সমগ্র দেশ ও রাজ্যের পাশাপাশি, শহর কলকাতায় প্রতিটি মানুষের কাছে দেশের মানুষের গর্বের তেরঙ্গা ঝান্ডাকে পৌঁছে দেওয়া যায়। দেশের মানুষ যাতে আরো দেশাত্মবোধে উদ্বুদ্ধ হতে পারেন। সেই লক্ষ্যেই অভিনব ট্রাম যাত্রার সূচনা করা হয় এদিন। দেশজুড়ে বর্তমানে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। সেই অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবেই এই ট্রাম,আগামীকাল শনিবার বেলা ১১ টা থেকে কলকাতার স্পেনের থেকে যাত্রা শুরু করে গড়িয়া হাট পর্যন্ত চলাচল করবে এই ট্রাম। উৎসাহী মানুষজন এই গ্রাম থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন তাদের প্রিয় তেরঙ্গা ঝান্ডা। হার ঘর তিরঙ্গা,এর মত অনুষ্ঠান এই প্রথম শহরে হতে চলেছে বলেও জানিয়েছেন, রঞ্জিত হালদার, সিনিয়র সুপারেনটেনডেন্ট সেন্ট্রাল কলকাতা পোস্টাল ডিপার্টমেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =