মাত্র এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
মাত্র এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ঢোকার আগেই জল জমে যাওয়ায় রোগীসহ তাদের আত্মীয়রা পড়লেন বিপাকে। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর আত্মীয়রা। তাদের দাবি নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না হওয়ায় বৃষ্টি হলেই হাসপাতালের প্রবেশপথে জল জমে যায়। জুতো ভিজিয়ে, জামা কাপড় ভিজিয়ে প্রবেশ করতে হয় হাসপাতালে ।তাছাড়া নর্দমার নোংরা জল উঠে পড়ে রাস্তায়। তাতে রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের অবিলম্বে উদ্যোগ নেওয়া উচিত বলে তাঁরা দাবি করছেন।