মাত্র পাঁচ মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড জলপাইগুড়ি গুরুতর আহত ৫

মাত্র পাঁচ মিনিটের ঝড় আর তাতেই লণ্ডভণ্ড জলপাইগুড়ি গুরুতর আহত ৫

জলপাইগুড়ির বানারহাটের বিস্তীর্ণ এলাকায় টানা কয়েকদিনের হাঁসফাঁস গরম এর পরেই বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয় ডুয়ার্সের বানারহাটে স্বস্তির বৃষ্টি, এক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই স্বস্তির বৃষ্টি। দমকা হওয়ার সাথে শুরু হয়ে যায় ঝড়। বানারহাট চা বাগানে চলছিল সাপ্তাহিক হাট আর সেই হাটেই ভেঙে পড়ে বিশাল বড় গাছ। মোট পাঁচজন এদিন গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে। তবে সেখানেও বিপত্তি কেননা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বানারহাট এলাকা। এরকম পরিস্থিতির মধ্যেই চলে পাঁচজনের চিকিৎসা। পাঁচজনেরই আঘাত গুরুতর থাকায় তাদেরকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। গাছ পড়ে বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে রাস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান সড়কের ওপর পড়ে রয়েছে গাছ, আর যার জেরে ভারত থেকে ভুটানগামী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে ঝড়ে ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তাঘাটে চলাফেরা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন শুরু করেছেন বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =