মাত্র ৭ ঘণ্টা,তাতেই কত খোয়ালেন মার্ক জুকেরবার্গ?
সোমবার হঠাৎই অচল হয়ে পরলো ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। যে তিনটি অ্যাপের উপর দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব।প্রতিমুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে।ভারতীয় সময় রাত ৯টা, হঠাৎ করেই সোশ্যাল সাইটগুলো স্তব্ধ হয়ে যায়।কার্যত বিপাকে পড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। জুকেরবার্গের সম্পত্তি বর্তমানে ১২ হাজার ১৬০ কোটি ডলার।এই নিরিখে বিল গেটসকে পিছনে ফেলেছেন তিনি।উল্লেখযোগ্যভাবে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারের মতো সোশাল মিডিয়া অ্যাপস সোমবার একটি বড় বিভ্রান্তির সম্মুখীন হওয়ার পরে কোম্পানিগুলি ফেসবুক ইনকর্পোরেশন নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়। ব্লুমবার্গের এক প্রতিবেদনের মতে, সোমবার ফেসবুকের শেয়ার ৫% কমেছে, যা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ১৫% হ্রাস পেয়েছিল।অপরদিকে গ্রাহকদের কাছে ট্যুইট করে ক্ষমা চেয়েছে হোয়াটসঅ্যাপ। আর এই মাত্র সাত ঘণ্টার বিভ্রাটে মার্ক জুকারবার্গ খোয়ালেন ৭ বিলিয়ন মার্কিন ডলার।