মাদকযোগে গ্রেপ্তার শাহরুখ-পুত্র আরিয়ান।
এবার মাদকযোগে গ্রেফতার হলেন আরিয়ান খান।কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার হাতে আটক বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান। শনিবার গভীর রাতে এই খবর সামনে আসার পর থেকেই চাঞ্চল্য দেশজুড়ে।শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে যাত্রী সেজে অভিযান চালিয়ে মাদক পার্টির পর্দা ফাঁস করেন এনসিবির আধিকারিকরা। এনসিবির তরফে জানানো হয়েছে, পার্টি থেকে এমডিএমএ, কোকেন, এমডি, চরস-এর মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।প্রমোদতরীতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির আধিকারিকরা।এদিন দুপুরে ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হবে আটক ৮ জনকে।অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র।শুধু বলিউড নয়, পুলিশ সূত্রে খবর ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।এই ঘটনায় চাপা নিস্তব্ধতা বলিউড মহলে।