মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা জেলার হাবরা প্রফুল্ল নগর হাই স্কুলের সায়ন দেবনাথ।

মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনা জেলার হাবরা প্রফুল্ল নগর হাই স্কুলের সায়ন দেবনাথ।

এদিন পর্ষদ সভাপতি ঘোষণার পর থেকেই খুশিতে মেতে রয়েছে গোটা পরিবার। বরাবরই খুবই ভালো ছাত্র ছিল সায়ন, লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলা ও গল্পের বই পড়তে ভালোবাসে সায়ন। বাবা প্রাইমারি শিক্ষক। আগামী দিনে ডাক্তার হতে চাই এমনটাই জানায়।প্রাপ্ত নম্বর -৬৮৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + seventeen =