মাধ্যমিকে দশম স্থান অধিকারী জয়নগরের রাহুল পরবর্তীকালে রিকতিয়াজ উদ্যোগপতি হতে চায়। মায়ের ইচ্ছে ছেলে ডাক্তার হোক। কিন্তু ছেলে সে পথে যেতে চায় না। জয়নগর মজিলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের ছাত্র রাহুল পড়াশোনায় বরাবরই ভাল। স্কুলে প্রতি ক্লাসেই প্রথম হয়ে এসেছে সে। মাধ্যমিকে দশম স্থান পেয়ে খুশি নয় রাহুল। তার দাবি আরও ভালো ফল আশা করেছিল সে।সাম্প্রতিক জঙ্গিহানা ভাবাচ্ছে রাহুলকে। তার মতে, “আমরা শান্তির পক্ষে শান্তিকে যারা বিকৃত করে তারা মানবতার শত্রু।” পাশাপাশি শিক্ষক সংকট নিয়েও মুখ খুলেছে রাহুল। তার মতে, “সমাজের শিক্ষকতা সম্মান সবচেয়ে বেশি হওয়া উচিত”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =