শর্ত সাপেক্ষে অনুমতি মিলল ত্রিবেনী কুম্ভ মেলার। আগামী ১২ জানুয়ারি হবে কুম্ভ মেলা এবং ১৩ তারিখ হবে শাহি স্নান। তবে বিগত বছরের তুলনায় এবার অনেক টাই ছোট আকারে হতে চলেছে এই কুম্ভ মেলা। সেই মোতাবেক বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের, পাশাপাশি হয় কুম্ভ মেলার ধ্বজোত্তোলন। গত দুবছর মাঘ সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেনীতে। এলাহাবাদে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেনীতেও আছে। সেই সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবী মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেনীতে বিশ্রাম নিত। মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ।
মাধ্যমিক পরীক্ষার জন্য এই বছর কুম্ভ মেলা করার সরকারি অনুমতি দেয়নি প্রশাসন। তবে তার পর থেকেই এই নিয়ে চাপানউতোর শুরু হয়। অবশেষে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে কুম্ভ মেলার। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে এক দিন পরে শুরু হবে মেলা। এমনকি বদলে গেছে মেলার স্থান। ব্যবহার করা যাবেনা লাউড স্পিকার। ৩৬ ডেসিবেল মাত্রা বেঁধে দেওয়া হয়েছে শব্দ মাত্রা। ১১ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকেই।