সকাল নটা পনেরো নাগাদ ডাউন ১ নম্বর লাইনে ফাটল নজরে পরে।রেল লাইন মেন্টেনেন্সের কর্মীরা এসে কাজ শুরু করেন।এর ফলে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়।দু নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে।ফাটল সায়মিক মেরামত করে ৩০ কিমি গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন দিয়ে।রেল কর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ট্রাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।ঠান্ডার সময় লোহার ট্রাকে টান পরে ফাটল ধরে।কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল।
রেলকর্মী সুকদেব মন্ডল বলেন,লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি।ইমারজেন্সি প্লেট লাগানো হয়।ট্রেন ধীর গতিতে চলাচল করছে।স্থায়ী ভাবে যখন ট্রাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =