মালদা জেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় বায়ু ভুক শিঙি মাছের চাষ প্রকল্প রূপায়নে সহ মৎস্য অধিকর্তা মালদা জেলা ও গাজোল ব্লক ক্যাম্পাসের মৎস্য দপ্তরের সামনে গাজোল ব্লকের ৫০ জন প্রান্ত মৎস্য চাষীকে ১২০০ পিস করে দেশি শিঙি মাছের চারা বা পোনা দেওয়া হল। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মদক্ষ দীনেশ টুডু, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, মালদা জেলা মৎস্য দপ্তরের আধিকারিক জগদীশ মন্ডল, গাজোল ব্লক মৎস্য দপ্তরের আধিকারিক সৌমালিকা গুহ সহ আরো অনেকে।
Home জেলা