মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা বেশ কিছু কর্মসূচি নিয়ে রাজ্যে আসেন । সকালে প্রথমে উপস্থিত হন রামকৃষ্ণ মিশনে এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন । পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান স্বামী বিবেকানন্দ ও তার পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়ে ‘আমি নতুন চেতনা নিয়ে যাচ্ছি’ ।তারপর উপস্থিত হন মেদিনীপুর সিদ্ধেশ্বরী মন্দিরে ।সেই সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানের কথা মাথায় রেখে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন ।তারপর উপস্তিথ হন দেবী মহামায়ার মন্দিরে ।বেলা বারার সাথে সাথে মধ্যাহ্নভোজের জন্য বিজেপি নেতৃত্বদের নিয়ে উপস্থিত হন বালিজুরির এক কৃষকের বাড়িতে ।মধ্যাহ্নভোজন সম্পন্ন করে উপস্তিত হন মেদিনীপুরের কলেজ ময়দানে ।এবং মেদিনীপুর কলেজ ময়দানে জনসভায় জনসাধারণের উদ্যেশে বললেন এবার ২০০ র বেশি সিট নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ।অমিত শা র বক্তব্যের পাল্টা আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
Home কলকাতা