মানবসেবায় অ্যাম্বুলেন্স ও শববাহী যান উদ্বোধন
সরকারি ধার্যে ন্যার্যমূল্যে জনসাধারণের পরিষেবায় সামাজিক সংগঠন আফটার টেন সামাজিক সংগঠনের ঐকান্তিক উদ্যোগে নববারাকপুর দক্ষিণ মাসুন্দা পল্লী মঙ্গল সমিতির প্রাঙ্গণে উদ্বোধন হল একটি অ্যাম্বুলেন্স ও শববাহী যান পরিষেবার।আফটার টেন পথ চলা শুরু ২০২০ সালের ১৬ এপ্রিল কমিউনিটি কিচেন উদ্বোধনের মধ্যে দিয়ে। প্রায় দেড় বছর করোনা অতিমারির সময় বিনা পয়সায় ঘরে ঘরে পৌছে গেল প্যাকেট করা খাবার, রক্তের সংকট মোচনে রক্তদান শিবির, অক্সিজেন ঘাটতি পূরণে অক্সিজেন পরিষেবা। ছেলে মেয়েদের পড়াশোনার শিক্ষণ সামগ্রী ।পাশাপাশি আম্ফান ও ইয়াসের ঘূর্ণিঝড়ে সুন্দরবন অঞ্চলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া ।বহু মানুষ আর্থিক সহায়তা করেছেন। মানুষের পাশে। মানুষের সাথে দাড়িয়ে আরো বেশি করে পরিষেবা পৌঁছে দিতে ইচ্ছা ছিল জনসাধারণের জন্য একটি অ্যাম্বুলেন্স ও শববাহী যান পরিষেবার । রণেন্দ্র নাথ বসুর স্মৃতির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যানের উদ্বোধন করেন সমাজকর্মী ফুল বসু। শেষের খেয়া শববাহী যানে উদ্বোধন করেন সমাজকর্মী সুচেতা দত্ত। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পংকজ কুমার অধিকারী, ডাঃ সুদীপ্ত মুখার্জি, সংগঠক শান্তনু সেন, শেখর মিত্র, সজল সরকার প্রমুখ।
