মানিকচকের কালিন্দী ঘোষপাড়া এলাকায় দুর্গা মূর্তি উদ্ধারের ঘটনায় পরিদর্শনে পৌঁছলেন বিধায়ক সাবিত্রী মিত্র। মূর্তির দর্শন করার পাশাপাশি গ্রামবাসীদের সাথে কথা বললেন তিনি। সোমবার এই এলাকায় একটি পুকুর থেকে দুর্গামূর্তি উদ্ধার হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , এই মূর্তিটির সোনার তবে গোটা বিষয় খতিয়ে দেখার রয়েছে। মূর্তি উদ্ধারের পরই গ্রামবাসীরা পূজা-অর্চায় মেতে ওঠেন। ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানারা আইসি পার্থসারথী হালদার সহ পুলিশ কর্তারা। এ প্রসঙ্গে বিধায়ক জানান,” প্রশাসনের কাছে গোটা বিষয়ক খবর রয়েছে যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন নেবে”। সাথে গ্রামবাসীদের আস্থাকে মাথায় রেখে সঠিক পদক্ষেপই নেওয়া হবে বলে জানালেন বিধায়ক।