‘মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমরা যেন কোনভাবে না কষ্ট দিই ‘ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে প্রতিক্রিয়া সায়নী ঘোষের।
বিজেপি নেতারা মহুয়ার ওই বক্তব্যকে নেটমাধ্যমে ভাইরাল করে তাঁকে আক্রমণ করতে শুরু করেন।জবাবে মহুয়া টুইট করে লেখেন, ‘আমি কখনওই কোনও চলচ্চিত্রের কোনও পোস্টারের সমর্থন করে ধূমপান শব্দের উল্লেখ করিনি।তারাপীঠে গিয়ে দেখে আসুন সেখানে দেবীকে প্রসাদ হিসেবে কী ধরনের খাবার বা পানীয় দেওয়া হয়।’ মহুয়া লিখেছিলেন,‘ আমি সঙ্ঘীদের বলতে চাই অসত্য বলে আপনারা ভাল হিন্দু হতে পারবেন না।’ তবে এরপর সর্বভারতীয় তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকেই মহুয়ার মন্তব্যের নিন্দা করা হয়।একটি টুইট করে জানিয়ে দেওয়া হয়, ‘তৃণমূল ওই মন্তব্য সমর্থন করে না বা মান্যতা দেয় না।সর্বভারতীয় তৃণমূল এই ধরনের মন্তব্যের নিন্দা করছে।’
অন্যদিকে, পরোক্ষভাবে মহুয়া মৈত্রের মন্তব্যের সমর্থন যে দল বা তিনি করেননা,তা কার্যত বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসুচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়ে দিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।বুধবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে জেলা যুব তৃণমূলের ডাকে ২১ শে জুলাই এর প্রস্তুতি সভায় যোগ দিতে এসেছিলেন সায়নী ঘোষ। তিনি বলেন,”মহুয়া মৈত্র কি বলেছেন,শুভেন্দু অধিকারী কি বলেছেন,তা নিয়ে আমার কিছু বলার নেই। তাছাড়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা স্টেটমেন্ট দেওয়ার দিয়েছে।”তবে তিনি বলেন,গণতন্ত্রে যেমন ফ্রি স্পিচের জায়গা আছে, ক্রিয়েটিভিটির যেমন জায়গা আছে, ঠিক সেই সময় আমাদের মাথায় রাখা উচিত, যে মানুষের ধর্মীয় ভাবাবেগকে আমরা যেন কোনভাবে না কষ্ট দিই।আরো দায়িত্বশীল আমাদের হওয়া উচিত আইন অনুযায়ী।সবশেষে পুষ্পা সিনেমার স্টাইলে ডাইলগ দিয়ে বলেন “তৃণমুল কংগ্রেস রুকেগা নেহি।”