মন্দারমনি সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো যুবকের,নিখোঁজ ১।

মৃত যুবকের নাম প্রীতম শীট (২৫) ঝাড়গ্রাম।৫ বন্ধু ও ১ বান্ধবী মিলে সোমবার মন্দারমনি বেড়াতে আসে পার্কিং রিসোর্ট বলে একটি হোটেলে ওঠে। আজ সকালে উত্তল সমুদ্রে ১১ টা নাগাদ স্নানে নামলে প্রীতম তলিয়ে যায় পরে নুলিয়ারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের মধ্যে বৃষ্টি জানা (১৮) এখনো নিখোঁজ রয়েছে বলে সূত্রে মারফত জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 5 =