মামার বাড়িতে এসে নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল কিশোর
মামার বাড়িতে বেড়াতে এসে কুমলাই নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে গেল এক কিশোর। সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের ১৬ নং ওয়ার্ডের শ্রীনগর কলোনি জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায়।শিলিগুড়ি শান্তিপাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরের নাম দীপঙ্কর রায় বয়স আনুমানিক ১০ বছর। জানা গিয়েছে,এদিন দুপুর ১২ টা নাগাদ মামার বাড়ির পাশে কুমলাই নদীতে মাছ ধরতে নামে দীপঙ্কর ও তার মামা সহ মোট তিন জন। মাছ ধরার সময় আচমকাই নদীতে তলিয়ে যায় সে।তার সঙ্গীদের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ, দমকল কর্মী সহ ধূপগুড়ি পুরসভার চেয়ারপারসন ভারতী বর্মন এবং ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ধূপগুড়ি বিডিও অফিস থেকে ঘটনাস্থলে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দলকে।খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ। পরবর্তীতে উদ্ধার কাজের জন্য জলপাইগুড়ি থেকে সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে আসে । সিভিল ডিফেন্স ও স্থানীয়রা নদীতে নেমে কচুরিপানা সরিয়ে উদ্ধার কাজ চালায়।অন্যদিকে কিশোরের খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার নদীতে দীর্ঘক্ষন তল্লাশি চালিয়েও বিকেল পাঁচটা পর্যন্ত কিশোরের কোনো খোঁজ মেলেনি।