মায়ের বকুনির ভয়ে পালানো সপ্তম শ্রেণীর ছাত্রকে উদ্ধার করল পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সপ্তম শ্রেণীর ছাত্র, দীপ মন্ডল মায়ের বকুনির ভয়ে বাড়ি ছেড়ে পালালো পুলিশী তৎপরতায় উদ্ধার হল সেই ছেলে। ছেলেকে ফিরে পেয়ে খুশি ছাত্রের পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলছিল বারুইপুর চাম্পাহাটি দীপ মন্ডল।সে নীলমণিকর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। খেলার সময় প্রতিবেশী কোন বাচ্চার সাথে তার ঝামেলা হয়, আর তা দেখে প্রতিবেশী এক মহিলা দ্বীপের মা ঝুনু মন্ডল কে বলে দেওয়ার কথা বলে। মা প্রচন্ড রাগী বকাবকি করবে পাশাপাশি মারতেও পারে আর এই কথা ভেবে সে বারি ছেরে পালানোর সিদ্ধান্ত নেয়। আর যেমনি ভাবা তেমন কাজ বাড়ি থেকে সাইকেল নিয়েই দে চম্পট। বিকেল পাঁচটার পর থেকেই ঝুনু মন্ডল (মা)ও বাবা পেশা অটোচালক দীপক মন্ডল সোনারপুর ও বারুইপুরের বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেরান। পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ করা হয় কিন্তু ছেলেকে কোনমতেই পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ন’টা নাগাদ শুভাকাঙ্ক্ষীদের পরামর্শমতো বারুইপুর থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করতে আসেন মা ও বাবা। আর বারুইপুর থানা এসে জানতে পারেন বারুইপুর থানার পুলিশ একটি পেট্রল পাম্প থেকে এক ছেলেকে উদ্ধার করেছে। ছেলেকে দেখে কান্নায় ভেঙ্গে পড়ে মা ঝুনু মন্ডল। এভাবে ছেলেকে ফিরে পাবে ভাবতেও পারেননি। আগামী দিনে ছেলেকে আর বকাবকি করবেন না, ছেলে হারানোর যন্ত্রণা কি তা তিনি বুঝে গিয়েছেন কয়েক ঘন্টা তেই। পুলিশের তৎপরতায় ছেলে উদ্ধার হওয়ায় খুশি ছাত্রের পরিবার পুলিশ কর্মীদের জানালেন ধন্যবাদ। রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই সপ্তম শ্রেণীর ছাত্র কে।