মায়ের মৃত্যুর দশ দিনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো ছেলে ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ প্রজেক্টে আবাসনের মধ্যে। স্থানীয় সূত্রে জানাযায়, মৃত ব্যাক্তির নাম নিরঞ্জন বিশ্বাস। বাড়ি উত্তর দিনাজপুরের বুনিয়াদপুর। বয়স ৪৫ বছর। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ বছর থেকে এই আবাসনে থাকে। এখানে গ্রামীণ চিকিৎসক হিসেবে পরিচিত। ১০ দিন আগে অসুস্থ থাকার জন্য তার মায়ের মৃত্যু হয়েছিলো । তারপরে সে একাই ফরাক্কা ব্যারেজ আবাসনে থাকতো। আজ সকালে যখন তার বাড়িতে লোকজন ঔষুধ নিতে আসে তখন তাকে ডেকে সারা না পেয়ে স্থানীয় স্থানীয় বাসিন্দারা ঘরের দরজা ভেঙে দেখে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর পাঠায়।