মা মারা গেছে তিন মাস আগে। প্রায় ৫৭ বছর বয়সেও বিয়ে করতে চাইছে বাবা। যদিও সন্তানদের সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু বিয়ের জন্য নিতে চাইছে না সন্তানদের মতামত। কাকু কাকিমাদের মতামতে বিয়ে করবে বাবা। আর সন্তানদের পৈত্রিক সম্পত্তি থেকে সরিয়ে দেওয়ার জন্য কাকু কাকিমার চক্রান্ত বলে অভিযোগ সন্তানদের। এমনকি এক মেয়ে তার বাবার বাড়ি ঢুকতে গেলে তাকে বাধা দেয় এবং মারধর করে কাকু কাকিমা। এই মর্মে থানায় অভিযোগ দায়ের। বাবাকে গোপালভার বলে সম্বোধন মেয়ের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকার রাঘবপুরের ঘটনা। আলিয়ারা খাতুন এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ তাকে এবং তার ভাই বোনকে তার কাকু কাকিমা মারধর করেছে। তাদের পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য। তার মা তিন মাস আগে মারা যায়। তারা ছয় ভাই বোন। আলীয়ারা সব থেকে বড় এবং তার বিয়ে হয়েছে সামসিতে। তার বাবার বয়স এই মুহূর্তে ৫৭ বছর। তিনি আবার বিয়ে করতে চাইছেন। ছেলে মেয়েরা তাতেও রাজি। কিন্তু অভিযোগ ছেলেমেয়েদের মতে বিয়ে করতে চাইছে না বাবা। তার কাকু কাকিমারা তাদেরকে হুমকি দিচ্ছে। এমনকি আলিয়ারা ভাই-বোনদের মধ্যে বড় বলে তাকেই বারবার হুমকি দেওয়া হচ্ছে এবং মারধর করা হয়েছে। সে বাবার বাড়ি গেলে তার কাকু কাকিমা সেখানে তার প্রতি চড়াও হয়। এখন লাঠি ,শাবল দিয়ে আঘাত করে বলেও অভিযোগ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়। পরবর্তীতে তিনি কাকু আওয়াল আলী এবং কাকিমা সুলেখা বিবির নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছেলে মেয়েরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়।

অভিযোগকারী আলিয়ারা খাতুন বলেন, আমার মা মারা গেছে তিন মাস আগে। বাবা আবার বিয়ে করতে চাইছে। আমরা সকলে মিলে দেখা-শোনা করে বিয়ে দিতে চাই। কিন্তু আমার কাকু কাকিমারা সেটা হতে দিচ্ছে না। তারা আমাদের মারধর করেছে। ক্রমাগত হুমকি দিচ্ছে। বাবার সম্পত্তি দখল করতে চায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − five =