আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে এই দিনটি। ছাতনা বিধানসভার মারাংবুরু চাচো মার্শাল আশ্রমের পক্ষ থেকে আজকের এই দিনটা পালন করা হলো সাড়ম্বরে। সকালে প্রভাতফেরির মধ্য দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান। মারাংবুরু চাচো মার্শাল আশ্রমের আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বিস্তারিত শুনুন।
Home জেলা
