মারা গেলেন ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা।
মারা গেলেন ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা ১২ দিন লড়াই করার পর, আজ ভোর ৫ টা নাগাদ তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি তার শ্লীলতাহানির চেষ্টা হয়। এরপর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরই মধ্যে অভিযুক্ত আদালত থেকে জামিনও নিয়ে নেয়। গত ১৩ এপ্রিল নির্যাতিতার বাড়িতে গিয়ে মুখ ঢাকা দুষ্কৃতিরা অভিযোগ প্রত্যাহারের হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় জেলা থেকে রাজ্য। এরপরই গত ১৪ এপ্রিল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ওই দিনই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল নির্যাতিতাকে। সেখানে টানা ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আজ ভোরে মারা যান নির্যাতিতা।
