মালদহের গাজোলে লেলিন নগরে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এক গৃহস্থের গোয়াল সহ গোডাউন ঘর।ঘরে থাকা দুটি গরু,দুটি ছাগল এর পাশাপাশি ২ টি বাইক পুড়ে ছাই। ক্ষতি পরিমান অনেকটাই ।জানা গিয়েছে এলাকা সুত্রে গাজোলের লেলিন নগর রবিবার গভীর রাতে হঠাৎ আগুন ধরে যায় কি ভাবে আগুন লাগলো তা এখনো জানাযায়নি, স্থানীয় বাসিন্দা পাঁচটি পাম মেশিনের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে,রবিবার রাত্রি দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আগুন লেগে ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে জানা গিয়েছে । বাড়ির মালিক বলেন, কিভাবে আগুন লেগে গেল বুঝতে পারেনি প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান। রাত্রিতে গ্রামবাসী সকলে এসে পাঁচটি পাম্প মেশিন দিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়।সূত্রের খবর এ বিষয়ে দমকল বাহিনীকে ফোন করলে দমকল বাহিনী আসেনি বলে অভিযোগ জানায় গ্রামবাসী। গ্রামবাসী দের অভিযোগ দমকল বাহিনী যদি সময় মতো আসতো তাহলে আগুন থেকে অনেকটাই রেহাই পেত।