মালদহের চাঁচলের মালতীপুর বাইপাসে শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। জখমদের মধ্যে তিন মহিলা ও দুই শিশু রয়েছে। এদিন চাঁচল থেকে সামসিগামী ৮১ নম্বর জাতীয় সড়কের মালতীপুর বাইপাসে টোটোটিকে পিছন থেকে ধাক্কা মারে পিক-আপ ভ্যানটি। টোটোটি ভেঙেচুরে যায়। যাত্রীরা ছিটকে গিয়ে খাদে পড়েন। স্থানীয়রাই তাদের উদ্ধার করে মালতীপুর হাসপাতালে ভর্তি করান। তাদের কারও মাথা ফেটেছে, কারও হাত-পা ভেঙে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে মালদহ মেডিক্যালে স্থানান্তরিত করানো হয়েছে।