মালদহে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক কবিতা উৎসব

মালদহে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক কবিতা উৎসব

আন্তর্জাতিক কবিদের আসর বসতে চলেছে মালদায়। আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর মালদায় অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক কবিতা উৎসব। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ নেপাল ভুটান থেকে কবিরা আসবেন এই উৎসবে। বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় কবিতা পাট ও কবিতা নিয়ে আলোচনা বিশিষ্ট কবি ও বিশিষ্ট জনেদের চিত্র প্রদর্শনী হবে এই উৎসবে। কবিতা উৎসবের উদ্বোধন করতে বাংলাদেশ থেকে মালদহে আসছেন কবি জসীমউদ্দীনের ছেলে। বর্তমান প্রজন্মের কাছে কবিতাকে পৌঁছে দিতে এবং কবিতা সম্পর্কে তাদের মধ্যে ধারণা ভালোবাসা জন্মাতে এমন উদ্যোগ। আন্তর্জাতিক এই কবিতা উৎসব বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর বিশাল আকারে উদ্যোক্তারা মালদা জেলায় কবিতা উৎসব আয়োজন করেছেন।
পাশাপাশি, ইতিমধ্যে কবিতা উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে মালদা জেলায়। মালদা টাউন হলে অনুষ্ঠিত হবে এই কবিতা উৎসব। এদিন বুধবার নেতাজি সুভাষ রোড এলাকায় সাংবাদিক সম্মেলন করে এমনটা জানিয়েছেন প্রিয়জনেষু নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক পার্থ সারথী ঝা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − nine =