সোমবার মালদহের পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় এক সাপুড়ে খেলা দেখানোর সময় তাকে হাতেনাতে ধরে ফেলে অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যরা। ঘটনাস্থল থেকে সাপুড়ে পালিয়ে গেলেও অ্যানিম্যাল কেয়ার ইউনিট এর পক্ষ উদ্ধার হওয়া সাপটিকে মালদা বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেয়া হয়।
পাশাপাশি বন দপ্তরের বিট অফিসার প্রদীপ গোস্বামী জানিয়েছেন, উদ্ধার হওয়ার সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করে তার অনুকূল পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হবে। অ্যানিমেল কেয়ার ইউনিট এর পক্ষ থেকে জানানো হয়েছে এক ব্যক্তি ওই সাপটিকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায়। সেখানে গিয়ে সাপ টিকে উদ্ধার করতে পারলেও পালিয়ে যায় সাপুড়ে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর।