বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনের পাথর ছোড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল। যদিও বিষয়টি রেল কর্তৃপক্ষ দেখছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বন্দে ভারত ট্রেনের চেপেই সকাল সাড়ে দশটায় মালদায় আসেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল । মালদায় এদিন মন্ত্রীর দলীয় বৈঠক ছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এদিন মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন,” প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই আবাস যোজনার দুঃস্থ মানুষদের ঘর পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উঠছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মালদায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিষয়টি নিয়ে তদন্ত করে গিয়েছেন । সেই তদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়বে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে”।