গঙ্গা ভাঙনের পুনর্বাসনের দাবিতে প্রতিবাদে সরব ক্ষতিগ্রস্ত মানুষেরা। জানা গিয়েছে মালদহের মানিকচক এবং বৈষ্ণবনগরের ভাঙ্গন কবলিত এলাকার প্রায় কয়েকশ মানুষেরা তাদের ভিটে মাটি ঘর বাড়ি হারিয়েছেন। কিন্তু একাধিকবার প্রশাসনের আশ্বাস মিললেও এখনো পর্যন্ত হয়নি কোন সুরাহা। খোলা আকাশের নিচে অসহায় মানুষজনেরা এবং তাবু খাটিয়ে দিন যাপন করছেন।
এদিকে সোমবার দুপুর দুটো নাগাদ মালদা জেলা শাসকের নিকট পুনর্বাসনের দাবিতে বিক্ষোভের স্বামীর হন ক্ষতিগ্রস্ত মানুষদের একাংশ। মিছিলে পায়ে পা মেলান অসহায় মানুষজনের। মালদা শহরের রথবাড়ি থেকে ফোয়ারা মোর পর্যন্ত বিক্ষোভে সামিল হন। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করেন গঙ্গা প্রতিরোধ অ্যাকশন কমিটি।