অভিযোগ মদ্যপ অবস্থায় টোটো নিয়ে ধাক্কাধাক্কি করতে থাকলে প্রতিবাদ করতে এসে উল্টে আক্রান্ত হন টোটো চালক। ওই টোটো চালককে বাঁচাতে এলে তাঁর বাবা, মা, ঠাকুর্মাও জখম হন। তাঁদের ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জখমরা হলেন টোটো চালক পলাশ ঘোষ(‌২৬), তাঁর বাবা বুদ্ধু ঘোষ(‌৫৫)‌, মা কাঞ্চন ঘোষ(‌৪৪)‌ এবং ঠাকুর্মা লক্ষ্মী ঘোষ(‌১০১)‌। ইংরেজ বাজার থানার বাঁধাপুকুরে বাড়ি তাঁদের। শনিবার সন্ধের দিকে বাঁধাপুকুর রেলগেটের কাছে টোটো দাঁড় করিয়ে রেখেছিলেন পলাশ। ওই সময় অভিযুক্ত অজিত ঘোষ মদ্যপ অবস্থায় এসে পলাশের টোটোটি উল্টোনোর চেষ্টা করে। প্রতিবাদ করলে মারধর শুরু করে অভিযুক্ত সহ আরও ৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =