মালদহে পালিত হল ক্ষুদিরাম বসুর ১১৩ তম প্রয়াণ দিবস

মালদহে পালিত হল ক্ষুদিরাম বসুর ১১৩ তম প্রয়াণ দিবস

বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৩ তম মৃত্যু দিবস পালন করল মালদহের ইংরেজ বাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি। এদিন কমিটির পক্ষ থেকে বিকেল ৪ টা নাগাদ কালিতলা ক্ষুদিরাম পার্কে বীর বিপ্লবীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ খুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানান ইংরেজ বাজার পৌরসভার ১ নংওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা দাস, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর উদয় চৌধুরী, কালীতলা ক্লাব সম্পাদক দেবব্রত সাহা, ক্লাব সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্য গুণী মানি ব্যক্তি পুরো কর্মীরা। একবার বিদায় দে মা এই গানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।এর পাশাপাশি ওয়ার্ড কমিটির সদস্যদের সমন্বয়ে রাখি উৎসব পালন করা হয় ওয়ার্ড কমিটির উদ্যোগে। জাতি ধর্ম নির্বিশেষএকে অপরের হাতে রাখি পরিয়ে মিলন উৎসব পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + twenty =