মালদহে পালিত হল পবিত্র মহরম উৎসব

মালদহে পালিত হল পবিত্র মহরম উৎসব

মঙ্গলবার পবিত্র মহরমে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় পিরত্তর জাহান পীর মাজারে চাদর চাপালেন ওয়াকফ এস্টেটের সদস্য ও গুনিমানি ব্যক্তিরা। এদিন সকাল ১১ টা নাগাদ চাদর নিয়ে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় মিছিল করা হয়। এরপর পিরত্তর জাহান পীরের মাজারে চাপানো হয় চাদর।
এদিকে, জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত হয়ে দোয়া করেন।উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, প্রাক্তন কাউন্সিলর আশিষ কুন্ড, পিরত্তর জাহান পীর ওয়াকফ এস্টেটের সভাপতি শামীম আনিস সহ অন্যান্য গুণীমানি ব্যক্তিরা। এদিন দোয়া করেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সকাল থেকেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মাটির তৈরি পশুর আকারের পুতুল বৃহত্তর জাহান পীরের মাজারে চাপিয়ে ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দোয়া করেন।
অন্যদিকে, ওয়াকফ এস্টেট এর সভাপতি নাসিম আনিস ও ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও পিরত্তর জাহান পীরের মাজারে চাদর চাপিয়ে দোয়া করেন বিভিন্ন ধর্মের মানুষেরা।এছাড়াও সারাদিন ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পিরত্তর জাহান পীর ওয়াকফ এস্টেট প্রাঙ্গণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =