শনিবার দুপুর দুটো নাগাদ মালদা জেলা জুড়ে ঘন্টা দুয়েকের প্রবল ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। আর সেই সময় একজন কৃষক জমিতে পাট কাটছিলেন হঠাৎ সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ওই চাষীর। শনিবার বিকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজার ব্লকের লক্ষীপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চাষীর নাম ধনঞ্জয় মন্ডল (৫০)। এদিন এলাকায় পাটের জমিতে কাজ করার সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ বৃষ্টি হয়। তাতেই বাজ পড়ে জখম হন ওই চাষী। এদিকে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কৃষকের সকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকা জুড়ে।