মালদা জেলা জুড়ে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা এবং ডেঙ্গু মশার উপদ্রবের প্রতিবাদে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন কর্মসূচি জেলা ভারতীয় যুব মোর্চার। অভিনব প্রতিবাদে যুব মোর্চার কর্মীরা বিক্ষোভে সামিল হন এবং দলে দলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন।
এবিষয়ে যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয় মালদা জেলার পাশাপাশি শহরজুড়ে সঠিক স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থায় এবং ডেঙ্গু মশার বার বারন্ত। দিনের পর দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য সাধারণ মানুষজনেরা প্রাণ হারিয়েছেন অথচ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশ্চুপ বলে অভিযোগ। সঠিক ব্যবস্থা নিচ্ছেন না হয়তো সঠিক ব্যবস্থা নেওয়া হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হয়ে উঠবে। যার কারণে ভারতীয় যুব মোর্চার আজকের এই ডেপোটেশন কর্মসূচি।
বুধবার দুপুর দুটো নাগাদ মালদা জেলা বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীকে ভ্যানে করে অভিনব প্রতিবাদের মাধ্যমে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে এসে বিক্ষোভে সামিল হন এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক একটি প্রদান করেন।