পুজোর আগে চোরাই মোটরবাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেলে ইংরেজ বাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১৮টি চোরাই মোটরবাইক। গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। শুক্রবার ইংরেজ বাজার থানায় এই মর্মে এক সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার সাউ অমিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এবং ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস। জানা গেছে চোরাই মোটরবাইক উদ্ধারে ইতিমধ্যে একটি বিশেষ টিম গঠন করেছিল মালদা জেলা পুলিশ। সেইমতো জেলা জুড়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ইংরেজ বাজার থানা সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় ১৮ টি চোরাই মোটরবাইক। গ্রেপ্তার করা হয় ১১ জনকে।
জানা গেছে, ধৃতরা বেশিরভাগই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার জানান, মূলত চুরি ছিনতাই এর কাজেই ব্যবহার করা হতো এই বাইক গুলি। বাইক পাচার চক্রের দুই মূল পান্ডাকেও গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।