মালদায় ধর্ষিতা নাবালিকার বাড়িতে তৃণমূল নেতৃত্ব

মালদায় ধর্ষিতা নাবালিকার বাড়িতে তৃণমূল নেতৃত্ব

দশম শ্রেণীতে পরীক্ষা দেওয়া এক ছাত্রীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এই ঘটনা নিয়ে সরব হয় বিরোধী দলগুলি, তীব্র ভাবে আক্রমণ করে পুলিশ প্রশাসন সহ রাজ্য সরকারকে।অবশেষে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালে ইংরেজ বাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুরে ধর্ষিতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী মহাশয়।
পাশাপাশি তিনি জানিয়েছেন, যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে রেহাই করা হবে না। এমনকি সিভিক ভলেন্টিয়ার এর সাথে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানান। তার সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্য নেতৃত্ব। ইতিমধ্যেই, মূল অভিযুক্ত শেখ রাইহান কে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =