মালদায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার
আবারও আগ্নেয়াস্ত্র সহ এক পাচারকারীকে আটক করল ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ কাটাগর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান ও দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মশিউর মমিন বয়স ২৬ বছর। তার বাড়ি কালিয়াচকের কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায়। ধৃত মশিউর মমিন অস্ত্র দুটি বিক্রি করার উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল। কিন্তু সে সফল হয়নি পুলিশ তাকে আগেই হাতেনাতে ধরে। অভিযুক্তকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ।
